এই রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় আড়াই পয়েন্ট ও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।
মহিলা বিভাগে পঞ্চম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ৫ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা কোনো পয়েন্ট পাননি।
মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব (রেটিং-২৪৫২) ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিকেয়ান মুরালির (রেটিং-২৫৮৫) কাছে এবং গ্র্যান্ড মাস্টার রাকিব (রেটিং-২৫০৩) তুর্কমিনিস্তানের আন্তর্জাতিক মাস্টার আতাবায়েভ স্যাপারমাইরাতের (রেটিং-২৪২২) কাছে হেরে যান।
মহিলা বিভাগে লিজা (রেটিং-২১০৯) চীনের দু ইউজিনের কাছে (রেটিং-২০৪৬) কাছে ও ইভা (রেটিং-১৯১২) কিরগিজিস্তানের ওমুরবেকুভা ডায়ানার কাছে (রেটিং-১৯৭৭) কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি