ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় হকির ফাইনালে সেনা ও নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জাতীয় হকির ফাইনালে সেনা ও নৌবাহিনী ছবি: সংগৃহীত

৩১তম জাতীয় হকি গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই জায়ান্ট দল বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী। বুধবার (১৭ মে) গুলিস্তানস্থ মওলানা ভাসানী স্টেডিয়ামে সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম সেমিতে ঢাকা জেলাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে সেনাবাহিনী। শফিকুল ইসলামের জোড়া গোল, পুস্কর মিমো ও মোনোজ বাবু করেছে একটি করে গোল।

 

শেষ চারের দ্বিতীয় ম্যাচে ঢাকা শিক্ষাবোর্ডকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।  যদিও জয়টা সহজ ছিল না জিমিদের। এই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করেন জিমি। আর বাকি দু্টি গোল করেন কৌশিক ও রিমন কুমার। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের হয়ে গোল করেছেন প্রমোদ, শাওন ও প্রিন্স।  

বৃহস্পতিবার (১৮ মে)  তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকা শিক্ষাবোর্ডের বিপক্ষে নামবে ঢাকা জেলা। ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।  

বাংলাদেস সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।