ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

বিকেএসপিতে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, মে ১৮, ২০১৭
বিকেএসপিতে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ক্রীড়া কার্যক্রম বিষয়ক ‘হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ মে) এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

কর্মশালায় বিকেএসপির ১৭টি ক্রীড়া বিভাগের বিভাগীয় প্রধানগণ তাদের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রমের কলা-কৌশল উপস্থাপন করেন। প্রশিক্ষকগণ হাই পারফরমেন্সের আলোকে ১৭ বিভাগ থেকে ২০৮জন খেলোয়াড়কে নির্বাচন করেন এবং তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনা, হাই পারফরমেন্সের জন্য খেলার সামগ্রী ও উচ্চতর প্রশিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ মো: সারোয়ার ইমরান, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্রাটেজিক্যাল ডিরেক্টর পল স্মোলি, সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী ও সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর অ্যাসিস্টেন্ট কোচ মি: রিয়ান।  

অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ নির্বাচিত খেলোয়াড়দেরকে হাই পারফরমেন্সের গুরুত্ব উপলব্ধি করে প্রত্যেককে লক্ষ্য অর্জনে আত্মউৎসর্গের উপর জোর দেন। সেই সাথে কোচদের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের পরামর্শ দেন। তিনি হাই পারফরমেন্সে কার্যক্রমের সাফল্য কামনা করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো: মোশারফ হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) মিসেস নুসরাৎ শারমীন, সকল বিভাগের প্রশিক্ষক-শিক্ষক ও হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামের নির্বাচিত খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।