বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজসহ ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার ও প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন, সাবেক বর্ষসেরা অ্যাথলেট কৃষিবিদ আবুল ফয়েজ কুতুবী এবং সাবেক দেশ সেরা জাতীয় দ্রুততম মানবী ফিরোজা খাতুন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার দিক থেকেই এগিয়ে গেলেই হবে না। খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরবি/