ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওমানের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ওমানের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ বাংলাদেশ বনাম ওমান হকি ম্যাচের দৃশ্য

ওয়ালটন অনূর্ধ্ব-২১ টেস্ট হকি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। যদিও ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিযেছে স্বাগতিকরা। 

প্রতি ম্যাচে অধিনায়ক পরিতর্বনের ধারাবাহিকতায় শেষ ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড পড়েন মাহবুব হোসেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শেষ ম্যাচটিতে প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয় কোয়ার্টারেও ছিলো জমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে ২৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে অধিনায়ক রাশেদ আল ফাজারির গোলে লিড নেয় ওমান। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল ইসলাম সমতায় ফেরান বাংলাদেশকে।  বাংলাদেশ বনাম ওমানের ম্যাচের দৃশ্য৩৪ মিনিটে অধিনায়ক মাহবুব হোসেনের ফিল্ড গোলে এবার লিড নেয় স্বাগতিক বাংলাদেশ। ৪০ মিনিটে আকরাম বাইত শামাইয়ার পেনাল্টি স্ট্রোকে ২-২ গোলে সমতা ফেরে ওমান। আর ৪৯ মিনিটে আদনান আল হাসানির ফিল্ড গোলে ব্যবধান হয় ৩-২। ৫৫ মিনিটে হুসেন বাইত ফারাজের ফিল্ড গোলে ৪-২ ব্যবধানে লিড নেয় সফরকারীরা। ৫৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল আরেকটি গোল করলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।  

ম্যাচ শেষে ২০২০ সালে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ঘিরে বিদেশি দলগুলোর সঙ্গে আরো বেশি প্রস্তুতি সিরিজ আয়োজনের তাগিদ দেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ মামুন উর রশীদ।

বাংলাদেশ বনাম ওমান সিরিজের ম্যাচের ফলাফল 

০৮ অক্টোবর ২০১৯, বাংলাদেশ ৫-১ ওমান
০৯ অক্টোবর ২০১৯, বাংলাদেশ ২-২ ওমান
১১ অক্টোবর ২০১৯, বাংলাদেশ ২-০ ওমান
১২ অক্টোবর ২০১৯, বাংলাদেশ ৪-১ ওমান
১৫ অক্টোবর ২০১৯, বাংলাদেশ ৩-৪ ওমান 

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।