ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

‌বরিশালে দ্বিতীয় দি‌নেও হয়নি বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, অক্টোবর ২৭, ২০১৯
‌বরিশালে দ্বিতীয় দি‌নেও হয়নি বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ ‌দ্বিতীয় দি‌নেও মা‌ঠে গড়ায়‌নি বাংলাদেশ-শ্রীলংকা অনুর্দ্ধ-১৯ দলের ম্যাচ। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‌বরিশালে বাংলাদেশ ও শ্রীলংকা যুবদলের বহুল প্রতীক্ষিত চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি দ্বিতীয় দিনেও খেলা আরম্ভ হয়নি।

রোববার (২৭ অক্টোবর) বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে রৌদ্রজ্জ্বল  আবহাওয়া বিরাজ করলেও গতকালের ভারী বর্ষন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আউটফিল্ড ভেজা ও কর্দমাক্ত থাকায় আজ দ্বিতীয়  দিনেও খেলা স্থগিত ঘোষনা করেন ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান।

আবহাওয়ার উন্নতি হলে যে কোনো সময় খেলা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরিশালে ঐতিহাসিক ম্যাচের বল মাঠে গড়ানোর কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ অফিশিয়াল এবং দু’দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমএস/এফএম 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।