ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাকিব-সংকট নিরসনে বিসিবিকেই উদ্যোগ নেওয়ার দাবি ভক্তদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিব-সংকট নিরসনে বিসিবিকেই উদ্যোগ নেওয়ার দাবি ভক্তদের কথা বলছেন একজন সাকিবভক্ত

ঢাকা: সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যে সংকট তার সমাধানে বিসিবিকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাকিবভক্তরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মিরপুর স্টেডিয়াম গেটের বাইরে বিক্ষোভরত সাকিবভক্তরা এ দাবি জানান।  

তারা বলেন, এই মুহূর্তে সাকিব-সংকট নিরসনে বিসিবিকে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের খেলা নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।

এ সম্পর্কে সাকিব সমর্থক ফজলে রাব্বি বলেন, আমরা চাই বিসিবি উদ্যোগ নিয়ে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক।  

...তিনি বলেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। তার এই নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার পক্ষে আন্দোলন চালিয়ে যাবো।

সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট চিন্তাই করা যায় না বলে জানান সাইফুল ইসলাম। তিনি বলেন, আমরা অচিরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।