ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইংলিশদের হৃদয় ভাঙল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ইংলিশদের হৃদয় ভাঙল প্রোটিয়ারা

এই প্রথমবারের মতো এশিয়াতে বসেছিল রাগবি বিশ্বকাপ। জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপ রাগবির ফাইনালে ইংল্যান্ডকে ৩২-১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২ বছর পর ফের চ্যাম্পিয়নের মুকুট পড়ল দেশটি। এর আগে ২০০৭ সালে রাগবি বিশ্বকাপ ঘরে তুলেছিল প্রোটিয়ারা।

রাগবি বিশ্বকাপে প্রথম ম্যাচেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল ২৩-১৩ পয়েন্ট ব্যবধানে।

তবে এবার ফাইনালে উঠে শিরোপা পুনরুদ্ধার করেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ইংল্যান্ড কোনো ম্যাচে না হেরে ফাইনালে ওঠেছিল। সেমি ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ১৯-৭ পয়েন্টের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছিল ইংলিশরা। ইংল্যান্ড সর্বশেষ ২০০৩ সালের শিরোপা জিতেছিল। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড মুখোমুখি ৪৩ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৬ ম্যাচে জয় তুলে নিল। ইংল্যান্ড জিতেছে ১৫টিতে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশে রাগবির জনপ্রিয়তা নেই। তারপরও রাগবি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন বেশ কিছু উদ্যেগ নেয়। রাজধানীর বিভিন্ন সড়কে র‌্যালির পাশাপাশি বিশ্বকাপ রাগবির ফাইনালের প্রচারণা করে। ২০২৩ সালে পরবর্তী রাগবি বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হবে।

১৯৮৭ সালে শুরু হয় রাগবির বিশ্বকাপ। এখন পর্যন্ত ৯টি ফাইনাল সম্পন্ন হলো। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নিউজিল্যান্ড শিরোপা জিতেছে সর্বোচ্চ তিনবার। দু্ইবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড শিরোপা জিতেছে একবার।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরপি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।