ঢাকা: ঢাকা সেনানিবাস আর্মি গলফ ক্লাবে শুক্রবার (২৫ মার্চ) চারদিন ব্যাপি ১১তম টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (২৩ মার্চ) শুরু হওয়া এ টুর্নামেন্ট শনিবার (২৬ মার্চ) শেষ হবে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- ওয়াহেদ আজিজুর রহমান, সিইও, নাভানা গ্রুপ; ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল আলম (অব.) অপারেশন ডাইরেক্টর, নাভানা লিমিটেড; ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব.), চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি; ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, গলফ ক্যাপ্টেন, আর্মি গলফ ক্লাব; কর্নেল এস এম শওকত আলী (অব.), প্রধান নির্বাহী অফিসার আর্মি গলফ ক্লাব; লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গলফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৫০ জন গলফার অংশ নিচ্ছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি গলফাররাও অংশ নিচ্ছেন।
জানা গেছে, ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
জেডএ