ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি, করা হয়েছে পরিচ্ছন্ন অভিযান

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি, করা হয়েছে পরিচ্ছন্ন অভিযান

রাঙামাটি: দীর্ঘ ২৪ দিন পর সব বাধা ডিঙিয়ে অবশেষে পাহাড়ি জেলা রাঙামাটি পর্যটকদের বরণে প্রস্তুতি সেরেছে।

বুধবার (৩১ অক্টোবর) ভোর থেকে পুরো শহর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে রাঙামাটি পৌরসভা।

জেলার হোটেল-মোটেল মালিকরা পর্যটকদের জন্য সুবিধা দিতে নতুন করে কর্মচারী সংযোজন করেছে। ট্যুরিস্ট বোটগুলো সচল করেছে মালিক কর্তৃপক্ষ।  

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা রাঙামাটিতে আশানুরূপ পর্যটক এলে তাদের শত কোটি টাকার লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।

গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা এবং রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং বহুজন আহত হয়েছিল।  

পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।  

তবে গতকাল বুধবার প্রশাসন ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করেন। তবে বান্দরবানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।