রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিনসহ ফিলিপাইন ও মালদ্বীপের রাষ্ট্রদূত।
আয়োজনের শুরু থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। শুক্রবার ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ে। মেলায় আগত দর্শনার্থীরা জানিয়েছেন, বিশেষ ছাড় ও আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ তাদের ভ্রমণ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
পর্যটন বিচিত্রার আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানও অংশ নেয়। আইসিসিবির দুটি হলে ১৮০টিরও বেশি বুথে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা নানা অফার ও প্যাকেজ প্রদর্শন করে।
মেলার টাইটেল স্পন্সর ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি প্রাইম পার্টনার কান্ট্রি ছিল নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।
তিন দিনব্যাপী এ আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ। প্রবেশ কুপনের বিপরীতে অনুষ্ঠিত র্যাফেল ড্রতে বিজয়ীরা পেয়েছেন এয়ারলাইনস টিকিট ও গিফট ভাউচার।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজন পর্যটনপ্রেমীদের নতুনভাবে ভ্রমণে উজ্জীবিত করবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন গন্তব্যগুলোতে ভ্রমণকারীর সংখ্যা বাড়িয়ে দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।
পিএ