ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

পর্যটন

শেষ হলো ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, সেপ্টেম্বর ২০, ২০২৫
শেষ হলো ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়ান ট্যুরিজম ফেয়ারে দর্শনার্থীদের ভিড়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিনসহ ফিলিপাইন ও মালদ্বীপের রাষ্ট্রদূত।

আয়োজনের শুরু থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। শুক্রবার ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ে। মেলায় আগত দর্শনার্থীরা জানিয়েছেন, বিশেষ ছাড় ও আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ তাদের ভ্রমণ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

পর্যটন বিচিত্রার আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানও অংশ নেয়। আইসিসিবির দুটি হলে ১৮০টিরও বেশি বুথে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা নানা অফার ও প্যাকেজ প্রদর্শন করে।

মেলার টাইটেল স্পন্সর ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি প্রাইম পার্টনার কান্ট্রি ছিল নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।

তিন দিনব্যাপী এ আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ। প্রবেশ কুপনের বিপরীতে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে বিজয়ীরা পেয়েছেন এয়ারলাইনস টিকিট ও গিফট ভাউচার।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজন পর্যটনপ্রেমীদের নতুনভাবে ভ্রমণে উজ্জীবিত করবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন গন্তব্যগুলোতে ভ্রমণকারীর সংখ্যা বাড়িয়ে দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।

পিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।