ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

পর্যটন

ঈদে ঘুরে আসতে পারেন বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী

মো. আমিরুজ্জামান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ঈদে ঘুরে আসতে পারেন বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী

নীলফামারী: ঈদ উৎসবে ঘুরে আসুন বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী। যেখানে একবার গেলে বার বার যেতে মন চায়।

শীতের মৌসুমে তো বটে, বছরের সবসময় সময় দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে এই পার্ক। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় এ পার্কটি অবস্থিত।

ঘুরে বেড়ানো ও পিকনিকের জন্য এক অসাধারণ জায়গা এই স্বপ্নপুরী। ১৯৯০ সাল থেকে যাত্রা শুরু করে স্বপ্নপুরী। কৃত্রিম চিড়িয়াখানা, ঝর্ণাধারা, মিউজিয়াম, নৌবিহার, সবুজ গাছের ছায়া বিশ্রামাগার, দেশি-বিদেশি হাজারো ফুলের বাগান, সারি সারি দেবদারু গাছ, মাটিতে নেমে আসা কৃত্রিম রংধনু, শতাধিক পিকনিক কর্নার, মাটি ও দালানের তৈরি আকর্ষণীয় কটেজ বা রেস্ট হাউস।

এছাড়া ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আন্দোলন ও সংগ্রামের চিত্র আর্টিফিসিয়ালের মাধ্যমে নতুন প্রজন্মকে জানানোর জন্য দেয়ালে দেয়ালে বা দর্শনীয় স্থানে ম্যুরাল তৈরি করা হয়। এসব তদারকি এবং দিবারাত্রি আগত ভ্রমণকারীদের নিরাপত্তাসহ সার্বিক কাজ করে যাচ্ছেন শ্রমিক ও কর্মচারীরা।  
বছরের প্রতিটি দিনই শত শত মানুষ এখানে পরিবার-পরিজন নিয়ে আসে বিনোদনের জন্য। তবে শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পিকনিক পার্টির ভিড়। বাস, মিনিবাস, মাইক্রোবাস, কার- মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, টেম্পো এমনকি হেঁটেও বিনোদন প্রিয় মানুষ আসেন এখানে। স্বপ্নপুরীকে মানুষের কাছে স্বপ্নের মতো সাজানোর পরিকল্পনা কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী।  

ইতোমধ্যে ২০/২৫টি চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিওর স্যুটিং হয়েছে এখানে। এছাড়া দেশ ও বিদেশের অনেক গুণী রাজনৈতিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপ্নপুরী ঘুরে গেছেন। এ পিকনিক স্পটে শীত মৌসুমে ৫শর অধিক পিকনিক পার্টি আসে।  

পর্যটক ও ভ্রমণকারীদের থাকার জন্য কর্তৃপক্ষ মনোরম ও আকর্ষণীয় কটেজ বা রেস্ট হাউস তৈরি করেছেন। নীলপরী, রজনীগন্ধা, নিশিপদ্ম, চাঁদনী, সন্ধ্যাতারা ও রংধনুসহ অনেক কটেজ রয়েছে। এসব কটেজ অগ্রিম বুকিং করা যায়।  

স্বপ্নপুরীর সফল বাস্তবায়নে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার হোসেন। নেপথ্যে রয়েছেন তারই সহোদর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান ফিজু। স্বপ্নপুরীর বিল্ডিং ডিজাইন করেছেন দিনাজপুর হোম প্লানের ইঞ্জিনিয়ার দেবাশীষ। শিল্পীর তুলির আঁচড়ে স্বপ্নপুরীর ছবি হয়েছে প্রাণবন্ত। এদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের আজাদ হোসেন (আজাদ), বগুড়ার শিল্পী সাহেবুর রহমান (ফটন) ও নূরন্নবী প্রমুখ।  

স্বপ্নময় স্বপ্নপুীতে রয়েছে ভূতের রাজ্য, শিশু-কিশোরদের নানা রাইড, লেকে স্পিডবোটে ভ্রমণ, ঘোড়ার গাড়িতে ভ্রমণ, ট্রেন, ক্যাবল, কৃত্রিম পাখির রাজ্য প্রভৃতি। সবধরনের আয়োজন নিয়ে সাজানো হয়েছে বিনোদনকেন্দ্রটি।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।