ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

পর্যটন

পাহাড়ের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ঢল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
পাহাড়ের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ঢল

খাগড়াছড়ি: এবারের ঈদের আনন্দ উপভোগ করতে খাগড়াছড়িতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। পাহাড়ি এ জেলা বিনোদনকেন্দ্রের আকর্ষণে দর্শনার্থীর ভিড় লেগেছে।

ঈদের চতুর্থ দিনেও জেলার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

বিশেষ করে খাগড়াছড়ি শহরের নিকটবর্তী জেলা পরিষদ হর্টিকালচার পার্ক ও অদূরের আলুটিলায় বেশি আকৃষ্ট জেলার বাইরের পর্যটকরা। সবুজ চাদরে ঢাকা সেখানকার বিভিন্ন স্পটগুলোতে ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা।  

আলুটিলার ভিন্নধর্মী সেতু, অ্যাম্পিথিয়েটার আর রহস্যময় গুহায় আনাগোনা বেশি পর্যটকদের। অন্যদিকে জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতুতে উঠতেই বেশি পছন্দ শিশু-কিশোরদের। এছাড়া লেকে সমৃদ্ধ পানছড়ির ‘মায়াবিনী লেক’ ও মহালছড়ির ‘মাতাই পুকুরি’তে ছুটছেন ভ্রমণপিপাসুরা।

রাজশাহী থেকে ঘুরতে আসা ইমরান হাসান ও দিলরুবা আক্তার বলেন, হর্টিকালচার পার্ক, আলুটিলা সুড়ঙ্গ, রিচাং ঝরনা ঘুরেছি। পাহাড়ের নির্মল পরিবেশ পেয়ে ভীষণ ভালো লাগছে।

হর্টিকালচার পার্কের ব্যবস্থাপক অংগ্য মারমা বলেন, লম্বা ছুিট থাকায় পর্যটকের সংখ্যা বেড়েছে। আরও কয়েক দিন পর্যটকের ভিড় থাকবে।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশাত রায় বলেন, বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তায় আমাদের টহল রয়েছে। সাদা পোশাকেও নজরদারি রয়েছে।

পর্যটকদের আগমনে খাগড়াছড়ির হোটেল আর কটেজের অধিকাংশ রুম বুকিং হয়ে গেছে। আগামী ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়ার আশা করছেন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

এদিকে যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি হয়ে বহু পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে গেছেন। এতে বাড়তি লাভের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।