ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

পর্যটন

ভারতের পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, অক্টোবর ৭, ২০২১
ভারতের পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর

ঢাকা: ভারত সরকার বিদেশিদের জন্য ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে। তবে, প্রথম দিকে পর্যটকদের শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত রয়েছে। তবে দেড় বছর পর বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে। তবে শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে এক মাসের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সরকার জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১৫ অক্টোবর, থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতে আগত বিদেশিদের জন্য নতুন ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।