ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

অন্যান্য

বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, আগস্ট ৩১, ২০২৫
বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র।

ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে বলেন, ‘এই প্রথম কোনো সরকার দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে। ’

মহুয়া মৈত্র বলেন, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-আমাদের ভাষা এক, মানুষ এক।

একসময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। কিন্তু ১৯৭১ বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়। এই বাংলাদেশই শুধু আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল।

আমরা আজীবন এই অঞ্চলেই আছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রথম সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের প্রত্যেকটা বিজেপি নেতা এমন মনোভাব দেখাচ্ছেন যে, বাংলাদেশের মানুষ সবাইই নাকি বদ প্রকৃতির, সবাইই নাকি অসভ্য। কই! আমরা তো কোনো দিনও এটা দেখিনি। ’

তিনি আরও বলেন, ‘ওরা (বিজেপি) বারবার বলে যাচ্ছে অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! আমাদের কথাটা খুবই সহজ-ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী এবং সরাসরিভাবে তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর। ’

গত ২৬ আগস্ট রাজ্যটির নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এরকম মন্তব্য করেন। মহুয়ার সেসব বক্তব্য ভাইরাল হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।