আজ রাতের আকাশে দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের। পূর্ণ চন্দ্রগ্রহণের কারণে রক্তিম আভায় ঢেকে যাবে চাঁদ, যা পরিচিত ‘ব্লাড মুন’ নামে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিরল এই মহাজাগতিক ঘটনাটি তখনই হয় যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়।
এক বিবরণীতে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত ও চীন থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও গ্রহণটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে।
বাংলাদেশ সময় অনুযায়ী, ঢাকায় গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৭ মিনিটে, শেষ হবে ২টা ৫৬ মিনিটে। ময়মনসিংহে একই সময় গ্রহণ শুরু হয়ে হবে রাত ২ টা ৫৭ মিনিটে। চট্টগ্রামে শুরু হবে ৯টা ২০ মিনিটে, শেষ হবে ২টা মিনিটে।
এছাড়া সিলেটে ৯টা ২১ মিনিটে শুরু হয়ে গ্রহণ শেষ হবে ২টা ৫১ মিনিটে। খুলনায় ৯টা ২৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত ৩টা ১ মিনিটে। বরিশালে রাত ৯টা ২৬ মিনিটে গ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ২টা ৫৬ মিনিটে। রাজশাহীতে গ্রহণ শুরু হবে ৯টা ৩৪মিনিটে, শেষ হবে ৩টা ২ মিনিটে। এবং রংপুরে ৯টা ৩৩ মিনিটে শুরু হয়েছে গ্রহণ শেষ হবে রাত ৩টা ১ মিনিটে।
ইইউডি/এমজে