ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আশাশুনিতে বড়শিতে উঠলো হাঙর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৮
আশাশুনিতে বড়শিতে উঠলো হাঙর এক ব্যক্তির বড়শিতে আট কেজি ওজনের এ হাঙরটি ধরা পড়েছে। ছবি বাংলানিউজ 

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় এক ব্যক্তির বড়শিতে আট কেজি ওজনের একটি হাঙর ধরা পড়েছে। 

সোমবার (২৮ মে) বিকেলে উপজেলা সদরের দয়ারঘাট গ্রামে হাঙরটি ধরা পড়ে।   

আশাশুনি সদরের মিজানুর রহমান জানান, তিনি বিকেলে দয়ারঘাট গ্রামে ধ্বংসপ্রাপ্ত ছয় মুখো স্লুইস গেট সংলগ্ন খোলপেটুয়া নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন।

হঠাৎ তার বড়শিতে আট কেজি ওজনের একটি হাঙর ধরা পড়ে। স্থানীয় বাজারে হাঙরের কোনো মূল্য নেই।  হাঙরটি তিনি ১০০ টাকা কেজিতে স্থানীয় একটি সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।