ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে দেখা মিলল ব্লাড মুন।
রোববার (০৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার পর থেকে দেখা মিলতে থাকে চাঁদের এ রূপ।
এ সময় বিভিন্ন ভবনের ছাদে ওঠে রাজধানীবাসীকে মোবাইল ফোনে ফটো তুলতে দেখা যায়। জীবনে প্রথম চাঁদের এমন রূপ দেখলাম-এমন কথাও বলতে শোনা যায় অনেককে। চাঁদের এ রূপের দেখা মিলল মূলত পূর্ণ চন্দ্রগ্রহণের কারণে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিরল এ মহাজাগতিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়।
এক বিবরণীতে আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ভারত ও চীন থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও গ্রহণটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। তবে আকাশ পরিপূর্ণ পরিষ্কার না থাকায় ব্লাড মুন ঠিক ততটা স্পষ্ট দেখা যায়নি খালি চোখে। তবে লাল আভা স্পষ্টই বোঝা যাচ্ছিল।
বাংলাদেশ সময় অনুযায়ী, ঢাকায় গ্রহণের সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে ২টা ৫৬ মিনিট। ময়মনসিংহে রাত ২টা ৫৭ মিনিট পর্যন্ত। চট্টগ্রামে রাত ৯টা ২০ মিনিট থেকে ২টা ৫৪ মিনিট পর্যন্ত, সিলেটে ৯টা ২১ মিনিট থেকে ২টা ৫১ মিনিট পর্যন্ত, খুলনায় ৯টা ২৯ মিনিট থেকে রাত ৩টা ১ মিনিট পর্যন্ত, বরিশালে রাত ৯টা ২৬ মিনিট থেকে রাত ২টা ৫৬ মিনিট পর্যন্ত, রাজশাহীতে রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৩টা ২ মিনিট পর্যন্ত এবং রংপুরে রাত ৯টা ৩৩ মিনিট থেকে রাত ৩টা ১ মিনিট পর্যন্ত।
ইইউডি/আরআইএস