ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে শিলাসহ ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে আকাশে কালো মেঘ জমে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। এতে করে জেলার বিভিন্ন স্থানের উঠতি ফসলের ক্ষতি হয়েছে। 

আধাঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টির কারণে জেলার সদর, নাসিরনগর, সরাইলসহ বিভিন্ন স্থানে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর আগে বৃহস্পতিবারও জেলার বিজয়নগর ও নাসিরনগরে শিলাবৃষ্টি হয়।

তাতেও ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষিবিভাগ জানিয়েছে।

জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বাংলানিউজকে বলেন, খবর পেয়েছি শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য এখনো আমাদের কাছে পৌঁছেনি। তথ্য সংগ্রহের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।