ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঢাকাসহ ৬ অঞ্চলে ৪০-৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১৩, ২০২০
ঢাকাসহ ৬ অঞ্চলে ৪০-৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি

ঢাকা: রাজধানী ঢাকাসহ ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যাচ্ছে। যা রাত ১টা পর্যন্ত কোথাও কোথাও বিদ্যমান থাকতে পারে। রাজধানীতে দু’দিনের তাপপ্রবাহে জনজীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। এ অবস্থায় বৃষ্টিপাত এনেছে একটু স্বস্তি।

বুধবার (১৩ মে) দুপুরের পর হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতের সঙ্গে বইতে শুরু করে ঝড়ো হাওয়াও।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

...এছাড়া রাজশাহী অঞ্চলের কিছু কিছু জায়গার ওপর দিয়েও বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় খুলনা, বরিশালসহ কিছু কিছু জায়গার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৩, ২০২০
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।