ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মাগুরায় থেমে থেমে বৃষ্টি, বইছে দমকা হাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২০, ২০২০
মাগুরায় থেমে থেমে বৃষ্টি, বইছে দমকা হাওয়া

মাগুরা: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করছে মাগুরা জেলাজুড়ে। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হওয়া।

বুধবার (১৯ মে) সকাল থেকে ঘন কালো মেঘে ছেয়ে আছে আকাশ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলার জন্য মাগুরায় প্রস্তুত রাখা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা।

লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। গ্রামের বয়স্ক নারী-পুরুষসহ সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছিল। তারা এই প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করবে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় মাগুরা সদর হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  

মাগুরা সদর উপজেলা প্রশাসক আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপজেলা প্রশাসক ও জনপ্রতিনিধি সবাই প্রস্তুত আছি এবং করোনা মোকাবিলায় গ্রামে বিভিন্ন মহল্লায় স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে তারাও কাজ করবে। আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টা এ দুর্যোগ মোকাবিলা করতে পারব।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।