ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গৌরনদীতে মিললো ১৫ কেজি ওজনের অজগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
গৌরনদীতে মিললো ১৫ কেজি ওজনের অজগর উদ্ধার হওয়া অজগর। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রাম থেকে আনুমানিক ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে অজগরটি উদ্ধার করা হয়

উদ্ধারকারী বনকর্মীরা জানান, সকালে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের ওয়াসিম শিকদারের পুকুরে হাঁস খেতে গিয়ে জালে আটকা পড়ে অজগরটি।

পরে বনবিভাগকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।  

স্থানীয়রা জানান, লম্বায় অজগরটি মাপা সম্ভব না হলেও এর ওজন ১২ কেজি।  

বিভাগীয় বন কর্মকর্তা জিএম রফিক আহমেদ জানান, আমাদের কর্মীরা অজগরটি উদ্ধার করে খাঁচার মধ্যে করে স্থানীয় কার্যালয়ে নিয়ে গেছেন। আর বিষয়টি খুলনায় বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।