ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ঝালকাঠিতে প্রশাসনের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২১
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ঝালকাঠিতে প্রশাসনের প্রস্তুতি

ঝালকাঠি: ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা সদর ও উপজেলা পর্যায়ে কন্ট্রোলরুম খোলা, ৫৯টি সাইক্লোন সেল্টার খুলে দেওয়া ও ৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপ দেওয়া হবে।

এছাড়াও ৩৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

আশ্রয়কেন্দ্রেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে মাইকিং করা ও স্বেচ্ছাসেবক টিম গঠন হয়েছে।

রোববার (২৩ মে) রাতে ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়ালি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা-উপজেলা কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বেসরকারি সদস্যরা ভার্চ্যুয়াল সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।