ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ইয়াস মোকাবিলায় মনিটরিং সেল গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইয়াস মোকাবিলায় মনিটরিং সেল গঠন ফাইল ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

সোমবার (২৪ মে) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করে এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলটি গঠন করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে ডা. হেদায়েতুল ইসলাম বাদল (০১৬১৭০০০০১৭), আখলাকুর রহমান মাইনু (০১৯১১১৩৯৪৩১৪), ড. মোয়াজ্জেম হোসেন মাতব্বুর আমিনুল (০১৭১১৮২৬৫৩১), হারুন-অর-রশীদ (০১৭১১৫৮২৪৭৫), মাহবুব রশীদ (০১৭১১০০৫৭১৭), মিজানুর রহমান (০১৭১৬৫৮০৮৯৬), আব্দুল বারেক (০১৭১১২৮১৮৯২), বেলাল মোহাম্মদ নুরী (০১৮১৯৯৪০২৮৩), আমিনুর রশীদ লিটন (০১৮২৭১৭৪৫৫৮), অরিন্দ হালদার (০১৭৭৯২৪৭৬৪৪), গোপাল সরকার (০১৭১৫৮১৪৪৯৪, আব্দুল্লাহ আল মাসুম ০১৬৭০৬৬০৭৭০) ও খালিদ হোসাইন খান বিপুর (০১৯১৫২২৬৩২৮) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।