ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ইয়াসের প্রভাবে হাতিয়ায় ৩ ফুট উচ্চতায় জোয়ার, নিম্নাঞ্চল প্লাবিত

ফয়জুল ইসলাম জাহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইয়াসের প্রভাবে হাতিয়ায় ৩ ফুট উচ্চতায় জোয়ার, নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই অঞ্চলের লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে।

 

এছাড়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ ইউনিয়নের দুই গ্রামও জোয়ারে প্লাবিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ মে) সকালে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন-চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের তালুকদার গ্রামের বেড়িবাঁধের বাইরে থাকা অংশ জোয়ারের পানি ডুবে গেছে।

অন্যদিকে, নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে মোল্লা গ্রাম, ইসলামপুর গ্রাম তিন-চার ফুট পানিতে প্লাবিত হয়।  

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারে পানি আরও বাড়তে পারে। তবে এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা নিম্নাঞ্চলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।