ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভোলায় বৃষ্টি-ঝড়ো বাতাস, রাতেই সরানো হচ্ছে উপকূলবাসীকে

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
ভোলায় বৃষ্টি-ঝড়ো বাতাস, রাতেই সরানো হচ্ছে উপকূলবাসীকে

ভোলা: উপকূলীয় জেলা ভোলায় আবহাওয়া বৈরী আকার ধারণ করেছে। সময় যত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এরই মধ্যে রুদ্র মূর্তি ধারণ করেছে জেলার নদী ও সাগরের মোহনা।

 

থেমে থেমে বইছে ঝড়ো বাতাস ও সেই সঙ্গে রয়েছে বৃষ্টি। মাঝে মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে।  

ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা, যার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  রাতে আবহাওয়া আরও খারাপ হতে পারে- এ শঙ্কায় সাগরপাড়ের দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঢালচরের জনগণকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে কোস্টগার্ড।  
 
মঙ্গলবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢালচর থেকে অর্ধশতাধিক মানুষকে কচ্ছপিয়া ঘাটে নিরাপদে আনা হয়। দু’টি মাছ ধরার ট্রলারে তাদের নিয়ে আসা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা উপকূলের বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে। কোস্টগার্ডের একটি টিম ঢালচর থেকে ট্রলারে করে তাদের কচ্ছপিয়া ঘাটে পৌঁছে দিয়েছে। তারা রাতেই আশ্রয় কেন্দ্র বা নিজেদের সুবিধামতো স্থানে অবস্থান করবেন।  

উপকূলীয় অন্যান্য এলাকার জনগণকেও নিরাপদে আনার এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।