ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ধামরাইয়ে পোড়ানো হলো দুই সীসা কারখানা 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
ধামরাইয়ে পোড়ানো হলো দুই সীসা কারখানা 

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী দুই সীসা কারখানা পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এখানে অবৈধ সীসা কারখানা গড়ে তোলা হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সব সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানের আগেই কারখানা দু’টির মালিক পালিয়ে যান। কোনো আইনের তোয়াক্কা না করে খোলা মাঠে এসব কারখানা গড়ে উঠেছিল, যা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সীসা কারখানার বিষাক্ত গ্যাসে আশপাশের গাছপালা পর্যন্ত পুড়ে মারা গেছে। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার মানুষের ফসল নষ্ট হচ্ছিল। এছাড়া অনেকের গরু মারা যাচ্ছিল। পরিবেশ দূষণীয় সব ধরনের অনুমোদনহীন কারখানায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।