ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প ...

ঢাকা: চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে মিয়ানমারের অংশে এ ভূকম্পনের উপত্তিস্থল।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ।

তিনি বলেন, সোমবার (০৯ আগস্ট) রাত ৯টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পনটি মিয়ানমারে হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারে অনুভূত হয়েছে। এটি একটি মৃদু ভূমিকম্প।

ঢাকা থেকে ৪২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এটি উৎপন্ন হয়েছে।

গত জুন মাসে বেশ কয়েকবার সিলেটে ভূমিকম্পন্ন অনুভূত হয়েছিল। সে সময় একদিনে চারবার ভূকম্পন্ন হয়। সেগুলোর উৎপত্তিস্থল ছিল ডাউকি ফল্টে।

সিলেট, চট্টগ্রাম ও ঢাকাকে ভূমিকম্পের ক্ষেত্রে ঝূঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদোশ সময় ০২৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ইইউডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।