ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত প্রতীকী ছবি

খুলনা: মাঘের প্রথম দিন শনিবার (১৫ জানুয়ারি) ভোরে খুলনার বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন।

সঙ্গে উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের তীব্রতা।

শীতের সঙ্গে বৃষ্টিতে বরাবরের মতো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টিতে নগরীর বিভিন্ন ফুটপাত ও খোলা স্থানে বসবাসকারী বাস্তুহারা মানুষরাও দুর্ভোগে।  

কনকনে ঠাণ্ডায় মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হননি। তবে সকাল ৯টার পর সূর্যের দেখা মিলেছে খুলনায়।

খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মেঘ কেটে গেলে আগামীকাল রোববার থেকে শীতের তীব্রতা বাড়বে। শৈত্যপ্রবাহ আসতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমআরএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।