নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার একটি অবৈধ ব্যাটারি কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মরজাল এলাকার এশিয়া বিডি লিমিটেড নামে ব্যাটারি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান জানান, দুপুরে এশিয়া বিডি লিমিটেড ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কারখানাটির পরিবেশের ছাড়পত্র, ইটিপি ও এটিপি নেই। এছাড়া শ্রমিকদেরও কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করতে দেখা যায়। এসময় অনিয়মের কারণে কারখানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ একটি মামলা করে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা মালিকের কাছ থেকে আদায় করা হয়।
আরও পড়ুন: জনবহুল স্থানে ব্যাটারি কারখানা, বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ
পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য শর্ত পূরণ না করে চালানো এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর সিসা, ধোঁয়া, বর্জ্য। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলবে।
অভিযানে নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এসআই