নীলফামারী: নীলফামারী জেলার ওপর দিয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে শিলাবৃষ্টিসহ ঝড় বয়ে গেছে। বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমে জনজীবনে প্রশান্তি এলেও ঝড় ও শিলার কারণে ক্ষতি হয়েছে ফসলের।
এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। এরপর ঝড়ের সঙ্গে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি। এর আগের তুলনায় এ শিলা ছিল আকারে বড়। ফলে শিলার আঘাতে ইরি-বোরো, তামাক, ভুট্টা, পাট, শাক-সবজি মাটিতে নেতিয়ে পড়ে। ঝড়ে অনেক স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কোনো স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর মিলেছে।
জেলা ও উপজেলা কৃষি বিভাগ জানায়, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। কয়েকদিন আগে শিলাবৃষ্টির পর এ শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআই