ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্যামনগরে বাঁধ ভেঙে ভেসে গেছে সাড়ে ৩ হাজার চিংড়ির ঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
শ্যামনগরে বাঁধ ভেঙে ভেসে গেছে সাড়ে ৩ হাজার চিংড়ির ঘের

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ১৫০ ফুট ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অন্তত চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভেসে গেছে প্রায় সাড়ে তিন হাজার চিংড়ির ঘের।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গাবাটিতে আগেই ভাঙন ধরা পাউবোর বেড়িবাঁধের ১৫০-১৬০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে জোয়ারের তোড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

এছাড়া শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফের জোয়ার শুরু হলে উপজেলার পশ্চিম পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনীর আংশিকসহ কয়েকটি গ্রাম চোখের সামনেই প্লাবিত হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার বাগদা চিংড়ির ঘের লোনা পানিতে একাকার হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাবাটির নাজুক বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। যা রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, ভাঙন কবলিত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা, দড়ি, বাঁশ, পেরেক সরবরাহ করা হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার ১৩০ ফুট এলাকায় ভাঙন দেখা দিলেও রাতে ১৫০-১৬০ ফুট নদীগর্ভে চলে গেছে। সে ক্ষেত্রে ৫৫০ ফুট এলাকায় পাইলিং করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দুপুরের জোয়ারে সেটি করা সম্ভব না। সম্ভব হলে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিকেলে পাইলিং শুরু করব।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।