ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কয়রায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ১৪ গ্রামের মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কয়রায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ১৪ গ্রামের মানুষ কয়রায় বেড়িবাঁধ ভেঙে গেছে।

খুলনা: সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ নদী ভাঙনের কবলে পড়েছে।  রোববার (১৭ জুলাই) ভোর ৪টার দিকে ভাটার সময় চরামুখা খালের গোড়ার উত্তর পার্শ্ব এলাকায় কপোতাক্ষ নদে হঠাৎ করে ভয়াবহ ভাঙনে প্রায় ৩০০ হাত নির্মাণাধীন বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে যায়।

শনিবার (১৬ জুলাই) দুপুরে কপোতাক্ষের জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়লে ঘর-বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। আজ সাত নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গণি বাংলানিউজকে বলেন, ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙে গেছে। ওয়াবদায় বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদীভাঙনে বেড়িবাঁধ ভেঙে গেছে। জোয়ারের সময় যেভাবে পানি প্রবেশ করবে তাতে বেদকাশি ইউনিয়নের ১৪ গ্রাম তলিয়ে যাবে। ১৪ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।