ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাগেরহাটে জলবায়ু সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
বাগেরহাটে জলবায়ু সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প বাগেরহাটে জলবায়ু সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প

বাগেরহাট: বাগেরহাটে কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুঁকি হ্রাস, সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটি লেড ইনোভেশন ফর ক্লাইমেট রিস্ক মিটিগেশন ইন বাংলাদেশ (ক্লাইম্ব) শীর্ষক প্রকল্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভার মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এ সময় বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তৈয়ব আলী প্রামানিক, রুপান্তরের পরিচালক ফারুক আহমেদ, প্রোগ্রাম ব্যবস্থাপক আলমগীর হোসেন মীরু প্রমুখ।

কেয়ার বাংলাদেশের সহযোগিতা ও রুপান্তরের বাস্তবায়নে ২ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮৮৯ টাকা ব্যয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুকি হ্রাস, সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প কাজ করবে। ২০২৫ সালের ৩১ আগস্ট এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।