ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে এলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী, দেখলেন ক্রিকেটের সুযোগ-সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
মিরপুরে এলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী, দেখলেন ক্রিকেটের সুযোগ-সুবিধা

জাহানারা আলমের বলে ব্যাট করলেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস। এর আগে নিজেও করলেন বল।

মাঠে ঢুকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলেছেন তিনি। নাজমুল হাসান পাপনকে নিয়ে ঘুরে দেখেছেন ক্রিকেটের সুযোগ-সুবিধা।

পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আধুনিক সব সুযোগ-সুবিধাই থাকবে সেখানে। এই স্টেডিয়াম নির্মাণের জন্য পপুলাস নামের এক অস্ট্রেলিয়ান কোম্পানিকে নিয়োগ দিয়েছে বিসিবি। এসব নিয়ে কথা বলতেই অস্ট্রেলিয়ার মন্ত্রীর আগমন বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগ-সুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন। ’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে উনাদের আগ্রহ আছে। যেহেতু আপনারা জানেন এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একইসঙ্গে আমাদের বর্তমান সুযোগ-সুবিধাগুলো দেখেছেন ও নারী দলের সঙ্গে দেখা করেছেন। ’

এ সময় বিসিবি সিইও জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে একটি সমঝোতার কথাও। প্রতি বছর বাংলাদেশ থেকে ক্রিকেট সংশ্লিষ্টরা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন বলে জানান তিনি।

বিসিবি সিইও বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আগে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছি। প্রতি বছর আমাদের শুধু ক্রিকেটার না, যারা কিউরেটর আছেন, কোচ আছে, সংগঠকরা আছে, তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার ব্যাপারে অস্ট্রেলিয়ার হাইকমিশন আমাদের সাহায্য করবে। এ ব্যাপারে একটা প্রক্রিয়ায় এগিয়েছি। ’

বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।