ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

টেস্টের সিংহাসন ফিরে পেলেন রুট, টি-টোয়েন্টিতে উন্নতি রিশাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জুলাই ১৬, ২০২৫
টেস্টের সিংহাসন ফিরে পেলেন রুট, টি-টোয়েন্টিতে উন্নতি রিশাদের জো রুট (ইনসেটে রিশাদ হোসেন)/সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের জো রুট। ম্যাচে প্রথম ইনিংসে ১০৪ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন তিনি, যার সুবাদে তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ পয়েন্টে।

 

এই পারফরম্যান্সের মাধ্যমে রুট নিজেরই সতীর্থ হ্যারি ব্রুককে টপকে ফের এক নম্বরে উঠে এসেছেন। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে ব্রুক এখন দ্বিতীয় স্থানে। সিরিজে ইংল্যান্ডের ২২ রানের জয় এবং ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া রুটের শীর্ষে ফেরার পেছনে বড় ভূমিকা রেখেছে।

৩৪ বছর বয়সে শীর্ষে উঠে রুট গড়েছেন আরেকটি উল্লেখযোগ্য রেকর্ড। ২০১৪ সালে কুমার সাঙ্গাকারার (৩৭ বছর) পর তিনিই সবচেয়ে বেশি বয়সে টেস্ট ব্যাটিংয়ে এক নম্বর স্থানে উঠলেন। এটি তার অষ্টমবার শীর্ষস্থান দখলের ঘটনা, যা তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতারই প্রতিফলন।

এদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও এক ধাপ এগিয়েছেন। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম রানে হওয়া ম্যাচে তার ৪৮ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই পারফরম্যান্সে তার রেটিং দাঁড়িয়েছে ৮১৬, যা তাকে ব্যাটিংয়ের শীর্ষ দশে এগিয়ে নিয়েছে। একই ম্যাচে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন করেছেন ৪৬ ও ৪২ রান, যার ফলে তিনি ১৬ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পিংক বল টেস্টে সবচেয়ে বেশি আলো কেড়েছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়ার পর বোলারদের র‍্যাংকিংয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬২টি উইকেট এসেছে মাত্র ১৬.৫৩ গড়ে—টেস্ট ইতিহাসে এমন অসাধারণ গড় কেবল দেখা গেছে দুই কিংবদন্তি, জর্জ লোহম্যান ও সিডনি বার্নসের বেলায়, যারা খেলেছেন এক শতাব্দীরও বেশি সময় আগে।

মিচেল স্টার্ক যদিও শীর্ষ দশেই আছেন, কিন্তু তার অবস্থানে পরিবর্তন হয়নি। ৭৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আগের মতোই ১০ম স্থানে রয়েছেন। তবে তিনি ৯ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছেন, ফলে পরবর্তী র‍্যাঙ্কিং হালনাগাদে তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে শীর্ষ দশে অস্ট্রেলিয়ার মোট পাঁচ বোলার অবস্থান করছেন—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন ও মিচেল স্টার্ক। একটি দেশের একসঙ্গে এতজন বোলারের শীর্ষ দশে থাকা অত্যন্ত বিরল ঘটনা। সর্বশেষ এমন দাপট দেখা গিয়েছিল ১৯৫৮ সালে, যখন ইংল্যান্ডের ছয়জন বোলার ছিলেন শীর্ষ ১২-তে।

ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসাররাও এই টেস্টে ভালো করেছেন। শামার জোসেফ ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪তম স্থানে, জাস্টিন গ্রিভস ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫তম, আর আলজারি জোসেফ দুই ধাপ এগিয়ে ২৯তম স্থানে অবস্থান করছেন।

ভারতের পক্ষে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে কেবল ওয়াশিংটন সুন্দরকে ঘিরে। লর্ডস টেস্টে তার বোলিং পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ১২ ধাপ এগিয়ে এখন বোলারদের র‍্যাংকিংয়ে ৪৬তম।

এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটেও দেখা গেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। শ্রীলঙ্কার নুয়ান তুষারা ৯ ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে, আর বাংলাদেশের রিশাদ হোসেন ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে। একইসঙ্গে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো ২২ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ ৫০-এ ঢুকে পড়েছেন।

অলরাউন্ডার র‍্যাংকিংয়েও কিছু অগ্রগতি দেখা গেছে। শ্রীলঙ্কার দাসুন শানাকা ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে, আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে এখন ৬ষ্ঠ স্থানে অবস্থান করছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।