ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাপনের নির্দেশে ফুটবলার মহসিনের পাশে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
পাপনের নির্দেশে ফুটবলার মহসিনের পাশে বিসিবি

একসময় ছিলেন তারকা গোলরক্ষক। কিন্তু এখন সব হারিয়ে অনেকটা অসহায় মোহাম্মদ মহসিন।

মানবেতর জীবনযাপন করা এই ফুটবলারকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। নজরে আসায় এবার তার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই সাবেক ফুটবলারের পাশে দাঁড়ানোর নির্দেশ এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে, এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। শিগগিরই মহসিনকে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি। জমিজমা সংক্রান্ত সমস্যা মেটাতে পাবেন আইনি সহায়তাও।

সুজন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য নয়, যে কোনো খেলার যে সকল ক্রীড়াবিদ আছেন, তাদের যে কোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মহসিন ভাইয়ের ব্যাপারটা এমনই। আমাদের বোর্ড সভাপতির নজরে বিষয়টা এসেছে। তিনি এরই মধ্যে আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, উনাকে (মহসিন) সার্বিক সহযোগিতার ব্যাপারে। ’

‘তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যাপারে সেভাবে বলা হয়নি। আমাদের যেটা বলা হয়েছে, তার শারীরিক অবস্থা। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব উনাকে চিকিৎসকের কাছে নিয়ে তার শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। আর তার যে জায়গা-জমি সংক্রান্ত কিছু আইনি ঝামেলা আছে সে বিষয়ে এরই মধ্যে আমরা আমাদের আইনি পরামর্শককে বলেছি, তাদের কাগজ-পত্র দেখে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করতে। ’

২০১৩ সালে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় মুহসিনের। এরপর তিনি কানাডা থেকে দেশে ফিরে আসেন। মহসিনের অনেক সম্পদ বেদখল হয়ে গেছে বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আবাহনী ও মোহামেডান দুই দলের হয়ে খেলা এই ফুটবলারকে এসব ব্যাপারেও সহায়তা করা হবে, এমনটিও জানান বিসিবি সিইও।

তিনি বলেন, ‘উনার পরিবারের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, উনার শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো এখন পর্যন্ত ওভাবে পুরোপুরি পরীক্ষানিরীক্ষা করা হয়নি। সেজন্যই উনাদের বলা হয়েছে, আমাদেরকে জানাতে যে, কীভাবে আমরা সহযোগিতা করতে পারি। উনাদের মূলত পারিবারিক যে সম্পত্তি আছে, এগুলো নিয়েও উনারা অনেক চিন্তিত। জায়গাগুলো বেদখল হয়ে আছে, উনাদের কথামতো। জায়গাগুলো উনারা উদ্ধার করতে পারছেন না। তাই আমাদের কাছে আইনগত সহযোগিতা চেয়েছেন। আমরা এরই মধ্যে আমাদের সংশ্লিষ্ট বিভাগে পদক্ষেপ নিতে বলেছি। ’

‘মহসিন ভাই আমাদের জাতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন। আমার যতটুকু মনে পড়ে, উনার সময়ে অনেক বড় ফ্যানবেজ ছিল। এখনকার সময়ে যত মিডিয়া ফোকাস বা যাই হোক... আমরা তখন সাদাকালো টেলিভিশনে খেলা দেখতাম। উনার মতো একজন খেলোয়াড়ের পাশে থাকা ব্যক্তিগতভাবেও আমার জন্য অন্যরকম অনুভূতি। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।