ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের দিন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুন ১১, ২০২৩
তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের দিন

পিঠে তার চোট। একটু পরপরই পিঠে হাত দিচ্ছিলেন।

ব্যথায় দীর্ঘশ্বাস ছাড়তেও দেখা যাচ্ছিল প্রায়ই। এর মধ্যেই তামিম ইকবাল নেমে গেলেন অনুশীলনে। ওয়ার্ম-আপ করেছেন, ফিল্ডিংও।

এরপর ব্যাটিংয়ে গিয়ে ব্যথা অনুভব করতে থাকেন বাঁহাতি ওপেনার। এক পর্যায়ে তাকে ছেড়ে আসতে হয় অনুশীলনও। আগে থেকেই পিঠের ব্যথায় ভোগা তামিম কি শেষ অবধি খেলবেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট?

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে বলেন, ‘অনুশীলন না করলে ব্যথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-কোচরা দেখছেন। এখন ম্যাচের আগের দিন তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ’

১৪ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসকে নেতৃত্ব দিয়ে দল ঘোষণা করা হয়। এবার তামিমের চোটে কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।