ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শান্ত-বাবরকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা হ্যারি টেক্টর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জুন ১২, ২০২৩
শান্ত-বাবরকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা হ্যারি টেক্টর

প্রথমবারের মতো আইসিসির মাসসেরা হওয়ার সুযোগ ছিল নাজমুল হাসান শান্তর। কিন্তু পারলেন না।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়ে শান্তর পাশাপাশি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও পিছনে ফেলেছেন হ্যারি টেক্টর। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে জিতে নিলেন ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’র পুরস্কার।

আজ নিজেদের ওয়েবসাইটে মে মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ছেলেদের পাশাপামি মেয়েদের মাসসেরাও ঘোষণা করে সংস্থাটি। যেখানে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে এই পুরস্কার নিজের করে নেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।  

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন টেক্টর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি করেন অপরাজিত ২১ রান। দ্বিতীয় ম্যাচেই হাকান সেঞ্চুরি। খেলেন ১১৩ বলে ১৪০ রানের দারুণ ইনিংস। শেষ ওয়াডেতেও তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এই পারফরম্যান্সের কারণে প্রথম আইরিশ হিসেবে মাসসেরার পুরস্কার নিজের করে নেন টেক্টর।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।