ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

একই দিনে চোট পেলেন তিন ওপেনার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুন ২২, ২০২৩
একই দিনে চোট পেলেন তিন ওপেনার

পাঁচ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। গত শনিবার শেষ হয়েছে একমাত্র টেস্ট।

মাঝের এই সময়টুকুও কাজে লাগাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার থেকে শুরু হয়েছে সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন।

কিন্তু বৃহস্পতিবার একই দিনে চোট পেয়েছেন তিন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। তামিমের পিঠের চোটটা পুরোনোই। ওই ব্যথার কারণে তিনি আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেননি।

যদিও ওই ম্যাচের তৃতীয় দিন থেকে অনুশীলন শুরু করেন তামিম। কিন্তু বৃহস্পতিবার বেশ ভালো অস্বস্তি নিয়ে ফিরেছেন নেট থেকে। পিঠে হাত দিয়ে একাডেমি মাঠ ছাড়েন তামিম। তার মুখ দেখেও ব্যথাটা বোঝা গেছে স্পষ্ট।

একই দিনে অনুশীলনের সময় নিচু হয়ে আসা বলে ব্যথা পান নাঈম। লিটনের চোট লেগেছে থ্রোয়ারের বল ডান হাতে বাজেভাবে লাগায়। এরপর আর নেটে ব্যাট করেননি লিটন। তাদের চোটের অবস্থার জন্য যোগাযোগ করলে দলের একটি সূত্র জানিয়েছে, কারো চোটই গুরুতর নয়। দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদে আলফে সানিও কোনো রিপোর্ট করেননি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।