ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

স্পিনশক্তি বাড়িয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, নভেম্বর ৭, ২০২৩
স্পিনশক্তি বাড়িয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

বিশ্বকাপে ছন্দে আছেন রাচিন রবীন্দ্র। সাদা বলে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন তিনি।

জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে লাল বলের স্কোয়াডে। এছাড়া দলে ফিরেছেন মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল ও কাইল জেমিসনও।  

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এই স্কোয়াডে স্পিনে নজর দিয়েছে তারা। বাংলাদেশের মাঠ বিবেচনায় বেশ কয়েকজন স্পিনার দলে রেখেছে কিউইরা।  

এই সিরিজে বিশ্রামে থাকবেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। তার জায়গায় কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লুক রনকি। পেস বোলিং কোচ হিসেবে থাকবেন জ্যাকব ওরাম। স্পিন কোচ হিসেবে আসবেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাক। ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ড্যানিয়েল ফ্লিন।

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে।

নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।