এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয়রা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে নামলেও ম্যাচটি সহজ হয়নি। সূর্যকুমার যাদবের দল শেষ পর্যন্ত ২১ রানের জয় পেলেও পুরো ম্যাচজুড়ে ওমানের দাপটই চোখে পড়েছে।
ম্যাচের শুরুতেই ওমানের বাঁহাতি পেসার শাহ ফয়জ়ল ভারতীয় টপ অর্ডারকে নাকাল করেন। শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে রান তুলতে ব্যর্থ হন। তবে অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংস কিছুটা গতি পায়।
এরপর সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ফিফটি করেন সঞ্জু স্যামসন। অক্ষর প্যাটেল ও তিলক বর্মার ছোট কিন্তু কার্যকর ইনিংস মিলিয়ে ভারত থামে ১৮৮ রানে।
বল হাতে ভারতীয় বোলাররা শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নিলেও ওমানের জেদী লড়াই স্পষ্ট করে দিয়েছে, অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো দলকেই বিপদে ফেলতে পারে। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়া ওমান দেখিয়েছে যে টি-টোয়েন্টিতে প্রতিটি প্রতিপক্ষই সমান গুরুত্বপূর্ণ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এই ম্যাচ সতর্কবার্তা হয়ে উঠতে পারে। ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা ও বোলিংয়ে অদলবদল—সবকিছুই ওমান ম্যাচে দায়সারা মনে হয়েছে। তাই আগামী ম্যাচগুলোতে প্রতিটি প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়েই নামতে হবে।
এফবি/এমএইচএম