ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চোটের অবস্থা বুঝতে আবার লন্ডন যাচ্ছেন এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, নভেম্বর ২৩, ২০২৩
চোটের অবস্থা বুঝতে আবার লন্ডন যাচ্ছেন এবাদত

এবাদত হোসেনের চোট বেদনা হয়ে এসেছিল পুরো বাংলাদেশ ক্রিকেটের জন্যই। অস্ত্রোপচার দরকার হওয়ায় তার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল।

ভারত যাওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপে এবাদতকে মিস করবেন তিনি।

পরে টুর্নামেন্টজুড়ে তার অভাব ভালোভাবেই টের পেয়েছে দল। এ বছরের আগস্টে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান এবাদত। তার উন্নতির কী অবস্থা সেটি জানতে লন্ডনে যাচ্ছেন এ পেসার, এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। ’

‘অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুই-একদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে। ’

বাংলাদেশের জার্সিতে এখন অবধি ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এবাদত। ক্যারিয়ারের শুরু থেকে টেস্ট স্পেশালিস্ট তকমা পান। তবে গত বছরের আগস্টে ওয়ানডে অভিষেকের পর তিন ফরম্যাটেই নিয়মিত হয়ে উঠেছিলেন। অভিষেকের পর থেকে চোট পাওয়া অবধি দলে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটও ছিল তার।

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।