ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘ক্ষমা চাননি পাইক্রফট’, পিসিবির বিরুদ্ধে প্রোটোকল ভাঙার অভিযোগ আইসিসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, সেপ্টেম্বর ১৯, ২০২৫
‘ক্ষমা চাননি পাইক্রফট’, পিসিবির বিরুদ্ধে প্রোটোকল ভাঙার অভিযোগ আইসিসির সংগৃহীত ছবি

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তান দলের ব্যবস্থাপনা কমিটির বৈঠক ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈঠকটি মোবাইলে ভিডিও করার কারণে ‘প্রোটোকল ভঙ্গ’ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১৭ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা, প্রধান কোচ মাইক হেসন, টিম ম্যানেজার নাভিদ আকরাম চীমা, মিডিয়া ম্যানেজার নঈম গিলানি এবং আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। বৈঠকে গিলানি মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে চাইলে, তাকে জানানো হয় যে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু পিসিবি ভিডিও না করলে ম্যাচ খেলতে নামবে না বলে জানালে সমঝোতায় কেবল নীরব ভিডিও করার অনুমতি দেওয়া হয়।

পরে আইসিসি সিইও সংযোগ গুপ্ত এক ই-মেইলে বিষয়টিকে ‘মিসকন্ডাক্ট’ আখ্যা দিয়ে বলেন, পিসিবি একাধিকবার প্রোটোকল ভঙ্গ করেছে। তিনি আরও উল্লেখ করেন, পাইক্রফট কেবল ভুল বোঝাবুঝির জন্য ‘দুঃখপ্রকাশ’ করেছিলেন, কিন্তু পাকিস্তান বোর্ড যেভাবে দাবি করেছে যে তিনি ‘ক্ষমা চেয়েছেন’, তা ভুল।

ঘটনার সূত্রপাত হয় ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়কার ‘হ্যান্ডশেক বিতর্ক’ থেকে। পাইক্রফট তখন পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে জানিয়েছিলেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করবেন না। আসলে তিনি কেবল ভেন্যু ম্যানেজারের নির্দেশ পৌঁছে দিয়েছিলেন। পাকিস্তান বোর্ড অভিযোগ করে যে পাইক্রফট আচরণবিধি ও ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছেন এবং তাকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায়। এমনকি দলকে টুর্নামেন্ট থেকে তুলে নেওয়ার হুমকিও দেয়।

অবশেষে আইসিসি ও পিসিবির আলোচনার পর বৈঠক আয়োজন হয় এবং ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে আইসিসির তদন্তে পাইক্রফট কোনো প্রকার নিয়ম ভঙ্গ করেননি বলে জানানো হয়েছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।