এশিয়া কাপ ২০২৫-এ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তান দলের কর্মকর্তাদের বৈঠক ঘিরে প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি অস্বীকার করেছে।
আজ পিসিবি এক বিবৃতিতে জানায়, দলের মিডিয়া ম্যানেজার নঈম গিলানি বৈঠকটি মোবাইলে ধারণ করলেও তা প্রোটোকল ভঙ্গ নয়।
এর আগে বৃহস্পতিবার আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এক ই-মেইলে পিসিবির বিরুদ্ধে ‘বহুবিধ প্রোটোকল ভঙ্গের’ অভিযোগ তোলেন। বিশেষ করে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় বৈঠক মোবাইলে ধারণ ও পরে পিসিবির প্রকাশিত প্রেস রিলিজে পাইক্রফটকে ‘ক্ষমা চাওয়ার’ দাবি নিয়েই আপত্তি জানায় আইসিসি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট করে জানায়, পাইক্রফট ক্ষমা চাননি, বরং কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখপ্রকাশ করেছিলেন।
পিসিবি অবশ্য বলেছে, দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডের অংশ হওয়ায় তার প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে প্রবেশাধিকার ছিল এবং প্রোটোকল ভঙ্গ হয়নি। তারা আরও জানায়, মিডিয়া ম্যানেজারদের ক্যামেরা ব্যবহার করার অনুমতিও প্রোটোকলে অন্তর্ভুক্ত।
অন্যদিকে টুর্নামেন্টের এক সূত্র জানায়, ঘটনাটি আইসিসি ম্যাচ অফিসিয়াল পাকিস্তান দলের দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তাকে জানিয়েছিলেন এবং সেটি স্বীকারও করা হয়েছে।
বিতর্কের সূত্রপাত ঘটে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়, যখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি।
এ নিয়ে পিসিবি অভিযোগ তোলে এবং পাইক্রফটকে সরানোর দাবি জানায়। তবে আইসিসি বিষয়টি প্রত্যাখ্যান করে এবং জানায়, পাইক্রফট কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভেন্যু ম্যানেজারের নির্দেশ পৌঁছে দিয়েছিলেন।
সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে এই বিতর্ক এখানেই থেমে যাচ্ছে না, বরং আরও দীর্ঘায়িত হওয়ার আভাস মিলছে।
এমএইচএম