ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারের নাটকীয়তার পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
শেষ ওভারের নাটকীয়তার পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত

শেষ ওভারে জয়ের জন্য দরকার ৭ রান। স্ট্রাইকে থাকা রিংকু সিং প্রথম বলেই চার মেরে শুরু করেন।

দ্বিতীয় বলে নেন ১ রান। পরের তিন বলেই ভারত হারায় তিন উইকেট। শেষ দুইটি রান আউট হলেও এক রান পায় তারা। শেষ বলে এসে রিংকু করেন বাজিমাত। ছক্কা হাঁকিয়ে জেতান দলকে।  

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বিশাখাপাত্নামে টস হেরে আগে ব্যাট করতে নেমে আলো ছড়ান জস ইংলিস। তার সেঞ্চুরির পাশাপাশি স্টিভেন স্মিথের পঞ্চাশোর্ধ ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে লড়েন ইশান কিশান ও সূর্যকুমার যাদব। শেষদিকে রিংকুর ক্যামিওতে জয় পায় স্বাগতিকরা।

ম্যাথিউ শর্টকে (১৩) হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ইনিংস। দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩০ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ ও ইংলিস। ৬৬ বলে গড়া তাদের এই জুটি ভাঙে স্মিথ বিদায় নিলে। রান আউট হয়ে ফেরার আগে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এদিকে ঝড়ো ব্যাট করে ৪৭ বলে শতক স্পর্শ করেন ইংলিস। তবে শেষদিকে এসে হারান উইকেট। যাওয়ার আগে তিনি নিজের ৫০ বলে ১১০ রানের ইনিংসটি সাজান ১১ চার ও ৮ ছক্কায়। শেষে স্টয়নিস ৭ ও টিম ডেভিড ১৯ রানে অপরাজিত থাকেন।

রান তাড়ায় খেলতে নেমে প্রথম ওভারেই রান আউট হন রুতুরাজ গায়কোয়াড। জায়সাওয়াল বেশিক্ষণ টিকতে পারেননি। বিদায় নেন ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে। তৃতীয় উইকেটে ৬০ বলে ১১২ রানের দারুণ জুটি গড়েন কিশান ও সূর্যকুমার। দুজনেই পান ফিফটির দেখা। ৩৭ বলে করেন কিশান, আর সূর্যকুমারের লাগে ২৯ বল। কিশানকে ৫৮ রানে বিদায় করে এই জুটি ভাঙেন তানভির সাঙ্গা।

পাঁচে নেমে ১২ রানের ইনিংস খেলে বিদায় নেন তিলক বার্মা। লড়াই বেশিক্ষণ চালাতে পারেননি সূর্যকুমারও। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। শেষদিকে একাই লড়েন রিংকু। ১৪ বলে ২২ রানের ইনিংস খেলে নিশ্চিত করে দলের জয়।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।