ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লায়নের কাছে বাজবল ‘ফালতু জিনিস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, নভেম্বর ২৪, ২০২৩
লায়নের কাছে বাজবল ‘ফালতু জিনিস’

ব্রেন্ডন ম্যাককালাম কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের টেস্ট খেলার ধরনটাই পাল্টে গেছে। আগ্রাসী ক্রিকেট দিয়ে কুপোকাত করছে প্রতিপক্ষকে।

ম্যাককালামের ডাকনামের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডের খেলার ধরনকে 'বাজবল' ডাকতে শুরু করেন এক সাংবাদিক। এরপর থেকে তা বাজবল নামেই পরিচিত।

তবে অস্ট্রেলিয়া স্পিনার ন্যাথান লায়নের কাছে বাজবল 'ফালতু জিনিস' ছাড়া কিছুই নয়। মূলত একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও নিজেদের সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। খেলার ধরনে আমূল পরিবর্তন আনার পরও ঘরের মাঠে পুনরুদ্ধার করতে পারেনি অ্যাশেজের শিরোপা। সেই স্মৃতিচারণা করতে গিয়ে বাজবলের তোয়াক্কাই করছেন না লায়ন।

অজি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়ন বলেন, 'বাজবলের বিরুদ্ধে আমি ২-০ ব্যবধানে এগিয়ে আছি, তাই আমি খুশি। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহল বলব এটি (বাজবল) ফালতু জিনিস। এটি তাদের ব্র্যান্ড অফ ক্রিকেট, তারা এভাবেই চালিয়ে যেতে চায়। এখন এটি ডিকশনারিতেও যুক্ত হয়েছে যা বেশ অসাধারণ। '

গত জুনে অনুষ্ঠিত অ্যাশেজের কেবল প্রথম দুটি ম্যাচেই খেলেছেন লায়ন। ইনজুরির কারণে বাকি তিন ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তার বয়স এখন ৩৬। তবুও আরও একবার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খেলতে আশাবাদী তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।