ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কলকাতায় জায়গা হলো না সাকিব-লিটনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, নভেম্বর ২৬, ২০২৩
কলকাতায় জায়গা হলো না সাকিব-লিটনের

মোস্তাফিজুর রহমানের পর এবার আইপিএলে দল ছাড়া হলেন সাকিব আল হাসান ও লিটন দাসও। আগামী আসরের জন্য তাদের ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

পুরনো খেলোয়াড়দের ধরে রাখার জন্য আজই ছিল শেষ সময়। সেই তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের।

গত আসরে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত কারণে সেই আসরে খেলেননি সাকিব। তবে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে তাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই ওপেনার। সেই ম্যাচে কেবল ৪ রানই করেন তিনি। নিলাম থেকে তাকে ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।

সাকিব-লিটন ছাড়াও টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মন্দীপ সিং, কুলোয়ান্ত খেজরোলিয়া, এন জগদেশান, ডেভিড ভিসে, আরিয়া দেসাই, জনসন চার্লসকেও ছেড়ে দিয়েছে কলকাতা।

এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই আসরে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এবার তাকে ছেড়ে দিয়েছে দিল্লি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।