ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে সিরিজ জিততে চান শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, ডিসেম্বর ১৫, ২০২৩
নিউজিল্যান্ডে সিরিজ জিততে চান শান্ত

ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট জেতার স্বস্তি আছে। এরপরই দল উড়াল দিয়েছে নিউজিল্যান্ডে।

সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। রোববার থেকে শুরু হবে এ সিরিজ।

অতীত ইতিহাসে এর আগে অবশ্য খুব সুখের স্মৃতি নেই বাংলাদেশের জন্য। এখন অবধি নিউজিল্যান্ডের মাটিতে ১৬টি ওয়ানডে খেলেছে তারা, জিততে পারেনি একটিতেও। কখনও ম্যাচ না জিতলেও এবার সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার তিনি বলেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য, এই দুই সিরিজ জেতা। যদি জিততে পারি, আমাদের দলের জন্য দারুণ হবে। ’

এর মধ্যে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ২৬ রানে জয় পায় সফরকারীরা। হাফ সেঞ্চুরি হাঁকান চার ব্যাটার। বল হাতেও আলো ছড়ান রিশাদ হাসান। ম্যাচটি না খেললেও দলের পারফরম্যান্সে খুশি শান্ত।

তিনি বলেন, ‘আমার মতে, ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউ জিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

এবার বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে নিয়ে খেলবে নিউজিল্যান্ড। তবে তাদের ব্যাপারে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি। কয়েকজন অবশ্য একদমই নতুন। আমাদের কাছে তাদের খেলার ফুটেজ আছে। দলীয় আলোচনার সময় আমরা সেসব দেখব। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে পারব। ’

বাংলাদেশ সময় :১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।