ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে ফারজানার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ডিসেম্বর ২৬, ২০২৩
র‍্যাংকিংয়ে ফারজানার রেকর্ড

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ইতিহাস গড়েন ফারজানা হক পিংকি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে হাঁকান সেঞ্চুরি।

সিরিজে মোট ১৪৫ রান করেছেন এই ওপেনার। এর পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ে। আজ প্রকাশিত বছরের শেষ ওয়ানডে র‍্যাংকিংয়ের ব্যাটিং বিভাগে ১৫ থেকে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। মেয়েদের র‍্যাংকিয়ে এটিই বাংলাদেশের ব্যাটারদের সেরা অবস্থান।


বাংলাশের প্রথম ও একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে ১ হাজারের ওপর রানের মালিক ফারজানা। এ বছর ওয়ানডেতে ৪৩৬ রান করেছেন এই ব্যাটার। নির্দিষ্ট এক বছরে বাংলাদেশের আর কোনো নারী ক্রিকেটার আড়াই শ রান ছাড়াতে পারেননি।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন লেগ স্পিনার রাবেয়া খান। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০-এ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।